
আর ১ দিন পরেই শুরু হচ্ছে "খুলনার আলোকচিত্র চর্চা : ইতিহাসের পথ বেয়ে" প্রদর্শনী
আগামী ১২ মার্চ ২০২৩ দৃক পিকচার লাইব্রেরি খুলনা জেলায় আলোকচিত্র চর্চার ইতিহাস নিয়ে সপ্তাহব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করছে।
বাংলাদেশে আলোকচিত্র চর্চার ইতিহাস নিয়ে দৃকের একটি দীর্ঘমেয়াদি ও চলমান গবেষণার উপর ভিত্তি করে এই প্রদর্শনীটি ফেবরুয়ারি মাসে খুলনায়় অনুষ্ঠিত হয়েছে । সেখানে প্রবীণ আলোকচিত্রী তুষার কান্তি রায় চৌধুরী, নুরুল হক লাভলু, সিমসন এস অধিকারী এবং সোহেল মাহমুদের ব্যাক্তিগত সংগ্রহ এবং রেটিনা ও অভিসার স্টুডিওর সংগ্রশালা থেকে বাছাইকৃত ছবি অন্তর্ভুক্ত করা হয়েছিল।
আমাদের দৃশ্যমান বা চাক্ষুষ সাংস্কৃতিক ঐতিহ্যের এই অবিচ্ছেদ্য অধ্যায়কে ঢাকার দর্শকদের কাছে উপস্থাপনের তাগিদ থেকে প্রদর্শনীটি এবারে ঢাকায় আয়োজিত হবে।
উদ্বোধন
তারিখ: ১২ মার্চ, ২০২৩
সময়: বিকাল ৬টা
স্থান: দৃক গ্যালারি
এই উদ্বোধনী আয়োজনে আপনি সবান্ধব আমন্ত্রিত। প্রদর্শনীটি আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে।
শুভেচ্ছাসহ
ড শহিদুল আলম
আলোকচিত্রী ও ব্যবস্থাপনা পরিচালক
দৃক পিকচার লাইব্রেরি